আড়াই ঘন্টার রাস্তা
কোরবানি ঈদের আর ৫ কি ৬ দিন আছে। বাড়িতে যাচ্ছি। সকাল ৮টা, মহাখালী থেকে বাসে উঠবো। শুনেছি ভাড়া গতকাল থেকেই একটু বেশি চাইছে। বাসে উঠলাম । এমনিতে ভালুকা যেতে ২-২ঃ৩০ঘন্টা সময় লাগে। বাসে উঠে দেখি আর মাত্র কয়েকটা সিট খালি আছে। একটু পেছন দিকে এসে দেখি মহাত্মা গান্ধীর চশমার মত গোল চশমা পড়া একটা মেয়ে জানালার পাশের সিটে বসে আছে। সৌন্দর্য সেটা চোখ ধাঁধানো। প্রথম যখন ঢাকায় আসি তখন থেকে বাসে যতবার চড়েছি, ভেবেছি, ইস একবার যদি একজন সুন্দরী আমার পাশে বসতো। তাহলে যেকোন ভাবেই হোক তাকে নিজের গার্লফ্রেন্ড বানাবো। তবে ভার্সিতে উঠে আমার এই ভ্রম কেটেছে। জিজ্ঞেস করলাম, পাশের সিটে কেঊ আছে কিনা? -জ্বী? -আপনার পাশে কেঊ আছে? সিট থেকে ভ্যানিটি ব্যাগটা নিজের হাতের ওপর নিয়ে শুধু একটু শব্দ বলল, "না"। আমি বড় ব্যাগটা পায়ের কাছে রেখে বসলাম সিটে। এখন মনে হল, একটা পানির বোতল আনা দরকার। মেয়েটিকে কি বলে যাবো, পাশের সিটটি দেখে রাখার জন্য? ছেলে হলে ঠিকই বলে যেতাম। কিন্তু মেয়ে তো, পাছে এটা না ভাবে লাইন মারছি। এত ভেবে-টেবে লাভ নেই দোকান কাছেই, ব্যাগ রেখেই যাই। পানি আর একটা চিপস নিয়ে ফিরে এলাম। গাড়ি এখনই ছে...