ভালবাসতে ভুলে গিয়েছি
ভালবাসতে ভুলে গিয়েছি
-মলয় বাড়ৈ
আমার কষ্টগুলো পথ হারিয়েছে
হয়ত ভালবাসতে ভুল গিয়েছি তাই।
তোমার মায়াতে আর টান ধরে না,
কমেছে ছুঁয়ে দেখার অভিপ্রায়।
তুমি কবিতা পড়ে কেঁদে নিও কিছুক্ষণ,
চিঠি পড়ে আমি শান্ত করব মন,
আমি রাত্রিকে দিয়ে যাব অভিশাপ,
যেন ঘুম আসে আর স্বপ্নেতে না থাকে তোমার জ্বালাতন।
আমার কষ্টগুলো পথ হারিয়েছে
হয়ত ভালবাসতে ভুল গিয়েছি তাই।
তুমি বারান্দার গ্রিল ধরে,
সূর্যকে পশ্চিমে ঢলে যেতে দেখো
আমি পূবেতে মুখ ফিরিয়েছি
তোমার শরীরে আর ঢলে পরবো না।
শাড়ির আচলে মুছে নিও মুখ
আমি এপথে ফিরে আর আসব না,
বলব না, তুমি আমার বিশালাক্ষী, আমার অপরূপা।
-মলয় বাড়ৈ
আমার কষ্টগুলো পথ হারিয়েছে
হয়ত ভালবাসতে ভুল গিয়েছি তাই।
তোমার মায়াতে আর টান ধরে না,
কমেছে ছুঁয়ে দেখার অভিপ্রায়।
তুমি কবিতা পড়ে কেঁদে নিও কিছুক্ষণ,
চিঠি পড়ে আমি শান্ত করব মন,
আমি রাত্রিকে দিয়ে যাব অভিশাপ,
যেন ঘুম আসে আর স্বপ্নেতে না থাকে তোমার জ্বালাতন।
আমার কষ্টগুলো পথ হারিয়েছে
হয়ত ভালবাসতে ভুল গিয়েছি তাই।
তুমি বারান্দার গ্রিল ধরে,
সূর্যকে পশ্চিমে ঢলে যেতে দেখো
আমি পূবেতে মুখ ফিরিয়েছি
তোমার শরীরে আর ঢলে পরবো না।
শাড়ির আচলে মুছে নিও মুখ
আমি এপথে ফিরে আর আসব না,
বলব না, তুমি আমার বিশালাক্ষী, আমার অপরূপা।
Comments
Post a Comment