রূপ
চোখে তোমার অশ্রু ,
সে তো শুধু অভিনয়।
মেয়ে, তোমায় দেখলে,
মনে ধরে বড় ভয়।
সে তো শুধু অভিনয়।
মেয়ে, তোমায় দেখলে,
মনে ধরে বড় ভয়।
বামহাতে তোমার গোলাপ ফুল সাথে দিয়েছো কাটা ,
ডানহাতে লিখেছো তুমি আমার মরণ গাঁথা ।
মুখে তোমার মধুর বচন, নিয়ত দিয়েছ সাজা,
ঈশ্বরও যে ভেবে ব্যাকুল, কেন কঠিন নারীকে বোঝা?
ডানহাতে লিখেছো তুমি আমার মরণ গাঁথা ।
মুখে তোমার মধুর বচন, নিয়ত দিয়েছ সাজা,
ঈশ্বরও যে ভেবে ব্যাকুল, কেন কঠিন নারীকে বোঝা?
তুমিই দেখাও সুখের আশা, নিজেই ভাঙো স্বপ্ন,
নিজের স্বার্থে সর্বনাশা, তবে মিথ্যে কি সব যত্ন ?
তোমার প্রেমেতে অঙ্গার হয়ে শুনি তোমার নূপুরের ঝংকারএই লাগলাম মনের দরজা, কেউ পার হবে না আর এই দ্বার।
Comments
Post a Comment