শেষ চিঠি
শেষ চিঠি
- মলয় বাড়ৈ
তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি
তোমার জিজ্ঞাসু মনে প্রশ্ন তখন, কেন কেন কেন ?
উত্তরঃ তোমার কাজল কালো চোখ,
যাতে আমি ভালবাসা করেছি জ্ঞাপন,
আজ তাতে দেখি শুধু রক্তের রঙ।
যেই হাঁসিটারে আমি করেছি যতন,
সেই হাঁসি কতল করে হাজার স্বপন।
ধরো আমি প্রেমপত্র লিখি অন্য কারো কাছে
কার্বন কাগজ রেখে ছাপিয়ে আরেক পাশে,
তোমাকে দিলাম সেই পত্র, তুমি কি বুঝবেনা
কাগজে নেই কলমের দাগ,
ভালবাসা কমে গেছে কত ভাগ।
ক্ষমা করো, মুক্ত আকাশ দিতে পারব না বলে,
রাক্ষস সূর্য তোমার রূপ বিবর্ন করবে।
তাই হলুদ খামে এই হবে শেষ চিঠি,
এরপর শুধুই সুখ স্মৃতি পাঠাবো, তাতেই খুঁজে নিও আমায়।
আমার লুকায়িত প্রেম চিরকাল লুকায়িত থাকবে।
- মলয় বাড়ৈ
তোমাকে লেখা এটাই আমার শেষ চিঠি
তোমার জিজ্ঞাসু মনে প্রশ্ন তখন, কেন কেন কেন ?
উত্তরঃ তোমার কাজল কালো চোখ,
যাতে আমি ভালবাসা করেছি জ্ঞাপন,
আজ তাতে দেখি শুধু রক্তের রঙ।
যেই হাঁসিটারে আমি করেছি যতন,
সেই হাঁসি কতল করে হাজার স্বপন।
ধরো আমি প্রেমপত্র লিখি অন্য কারো কাছে
কার্বন কাগজ রেখে ছাপিয়ে আরেক পাশে,
তোমাকে দিলাম সেই পত্র, তুমি কি বুঝবেনা
কাগজে নেই কলমের দাগ,
ভালবাসা কমে গেছে কত ভাগ।
ক্ষমা করো, মুক্ত আকাশ দিতে পারব না বলে,
রাক্ষস সূর্য তোমার রূপ বিবর্ন করবে।
তাই হলুদ খামে এই হবে শেষ চিঠি,
এরপর শুধুই সুখ স্মৃতি পাঠাবো, তাতেই খুঁজে নিও আমায়।
আমার লুকায়িত প্রেম চিরকাল লুকায়িত থাকবে।
Comments
Post a Comment