স্মৃতি
আমি ভুলব কেমন করে যখন দেখি,
তোমার চোখে হাজার বছরের ক্লান্তির ছাপ।
আমি হারাবো কেমন করে যখন,
তোমার মনে আমায় দেওয়া আছে মিষ্টি অভিশাপ।
আমি বলি কার কাছে,
তোমায় না পাওয়ায় আছে অবধারিত অনুতাপ।
তোমার শরীর ব্যাপি রেখে যেতে চাওয়া আমার সকল উত্তাপ।
তার মাঝে খুজে নিব একমুটো স্বশরীরী পাপ।
তুমি রেখে গেলে ভালবাসা,
মেনে নিলে চিরাগত রীতি,
আমি হয়ে রই পাপী,
তুমি স্মৃতির বিবৃতি।
Comments
Post a Comment