আমাকেও ভুলে যাবে। (Alzheimer's)
- রুদ্র? রুদ্র...... (ঘুম থেকে ডেকে তোলা হচ্ছে তাকে) - হুম বলো। - উফফ ওঠো। কথা আছে। - না, প্রতিদিনই উঠাও কিন্তু হাবিজাবি কথা বলে সময় পার করে দাও। - ওহ আমি হাবিজাবি কথা বলি। চোখ ঘষতে ঘষতে উঠে বসল রুদ্র। - আমি বলিনি সব কথা তুমি উল্টা পাল্টা। কিন্তু তুমি আমাকে কেনো ডেকে তোলো সেটা আমি জানি। (মাথা নিচু করে রইল অন্তু ) অন্তুর উরুর ওপর নিজের মাথাটা রেখে রুদ্র বলল, তোমার কনফিডেন্স যেদিন আসবে সেদিন তুমি আমাকে বল। - আমি তো চাই কিন্তু আমার অনেক ভয় হয়। আর তুমি তো কোন ডল না, তোমারও ইমোশন আছে। আমি যেদিন চাইব সেদিন তোমার জন্যও সম্ভব হবে এমন তো না। - সত্যি একটা কথা বল তো? - হ্যাঁ বলো? - আমাদের বিয়ের ২মাস হয়েছে, আমরা এখনো কিছু করিনি। কারণ তুমি চাওনি। কিন্তু যখন তোমার ইচ্ছে হয় তখনও তুমি এভাবে avoid কর কেন? - জানি না। - তুমি বলেছো সত্যি বলবে। - এটা কিভাবে বলবো আমি? - তুমি যে কি লুকাচ্ছো আমি সেটাই বুঝতে পারছি না। - আচ্ছা আমাদের সম্পর্ক ছিল ৪বছর, রাইট? তারপর বিয়ে করেছি। - হ্যাঁ। - তুমি আমাকে অনেক ভালবাসো। আমিও বাসি। - হুম। - আমি ভয় পাই তুমি আমাকে ছেড়ে চলে যাও যদি। - কেন আমি তোমাকে ছেড়...