[ বিঃদ্রঃ- লেখাটি সম্পূর্ণ কাল্পনিক। ব্যক্তি, স্থান, কাল, ঘটনা সবকিছুই লেখকের কল্পনার। বাস্তবের সাথে এর কোন মিল নেই। তাই, যদি বাস্তবের সাথে সাংঘষিক কিছু হয়ে থাকে তাহলে সেটা শুধুই কাকতালীয়] করমর্দন করল দুজন। একদমই অপরিচিত দুজন। আগে কখনই কেউ কাউকে দেখেন নি। কলকাতার শিয়ালদাহ স্টেশন থেকে ট্রেনে উঠল। এই ট্রেন সরাসরি বাংলাদেশে ঢুকবে। দেশী মানুষ জেনেই কথা বলতে এগিয়ে এলো। রেদুয়ান হোসেন কাজল, পেশায় লেখক। কলকাতায় এসেছিলেন ২সপ্তাহ আগে, বিশ্ব বাংলা ভাষা ও সাহিত্যের একটি নিমন্ত্রণেই আসা। আজ ফিরে যাচ্ছেন দেশে। সুবোধ, পেশায় কম্পিউটার ইঞ্জিনিয়ার। কলকাতায় এসেছিলেন ঘুরতে কিন্তু পেছনে লুকানো আছে অন্য গল্প। -আমার নাম কাজল। আপনার? -আমি সুবোধ। -কোলকাতায় কোন কাজে এসেছিলেন? -না, ঘুরতে । আপনি ? -বিশ্ব বাংলা ভাষা ও সাহিত্য থেকে একটা আলোচনা অনুষ্ঠানে অতিথি ছিলাম। -আপনার পেশা? -সামান্য লেখালিখি করি আর কি। -বই পড়ার শখ থাকলেও, আপনাকে চিনি না। কি লেখেন? -কখনো প্রেম কাহিনী কখনো রহস্য। আর না চেনাটাই স্বাভাবিক, আমি তো হুমায়ুন আহমেদ নই । -আক্ষেপ করলেন ? -না, বাস্তবতা বললাম। -হুম। ট্রে...