তোমার জন্য একটি কবিতা, মায়াবতী
তোমার প্রশংসার কবিতা যার হাতে মানায় না, সেই অভাগা আমি। তোমার প্রশংসায় কবিতা লিখতে চেয়েছিলাম কিন্তু বারেবারে আমি হারিয়েছি শুধু শব্দের মিশ্রণেে। এতো সৌন্দর্য নয়, লাবণ্য। চৌত্রের রোদ্দুরের মত চোখ জ্বালিয়ে দিচ্ছে আমার । তবু চেয়েছিলাম তোমায় । আমার হবে মায়াবতী, তোমার হাতটা ধরবে , তাতে ভালবাসার তুলি নাড়াচাড়া করে আঁকবে আমাদের ভবিষ্যৎ । তোমার ভীত কিংবা দ্রুত নিঃশ্বাসে, নিঃশ্বাস মেশাতে থাকব আমি। কিছুদিন পর তোমার চোখে শ্রাবণের বর্ষণ , ঠোঁটে শীতের কাপন দেখতে দেখতে ক্লান্ত আমি, আবার উজ্জেবিত হব, ফাগুনের রঙ আর ফুলের গন্ধে। চেয়েছিলাম অন্ধকার রাতে মোমের আলোতে তোমার লেখা হৃদয়ছেদী কবিতার কলম হতে । চেয়েছিলাম তৃষ্ণার্ত হৃদয় মরুভুমিতে তোমার চোখের মরিচিকায় জলের সন্ধান করতে । রাতে বিষাক্ত সাপের ভয় আর তোমার শরীরে রাত্রি যাপন । চেয়েছিলাম ...